মুরাদনগরে সেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদান ও সুদমুক্ত ঋন বিতরণ

0
714
মুরাদনগরে সেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদান ও সুদমুক্ত ঋন বিতরণ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সমাজসেবা অধিদফতরাদীন নিবন্ধনকৃত সেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ ও পল্লী মাতৃকেন্দ্রের সুবিধা ভোগীদের মাঝে সুদ মুক্ত ঋন বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এই অর্থ বিতরণ করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।

সমাজসেবা অফিসার কবির আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন পল্লী বাংলা সোসাইটির সাধারন সম্পাদক রতন সূত্রধর, কড়ইবাড়ী আদর্শ সমাজ কল্যান সংগঠনের সভাপতি ফরহাদ জামান, আকবপুর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রাজীব পাল, কাজিয়াতল মাতৃ কল্যাণ কেন্দ্রের সম্পাদিকা শাহনাজ বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফ্যাসিলিটিজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, বন্ধনের সহ-সভাপতি হাসনাত জামান, ছাত্রলীগনেতা কামরুল ইসলাম, সিএইচসিপি জালাল উদ্দিন, সমাজসেবা কার্যালয়ের উচ্চমাণ সহকারী মোহাম্মদ আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here