ঘানির নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, শিশুসহ নিহত

0
653
ঘানির নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, শিশুসহ নিহত

খবর৭১ঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির একটি নির্বাচনী প্রচারণায় বোমা হামলায় একজন সাংবাদিক ও এক শিশুসহ মোট চারজনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক রাত ৮টায় দেশটির দক্ষিণ কান্দাহারে এ ঘটনা ঘটে। আসন্ন ২৮ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ঘটনাস্থলের পাশেই একটি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন ঘানি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি এ খবর নিশ্চিত করেছেন।

রাহিমি বলেন, ‘বিস্ফোরিত বোমাটি তালেবান বাহিনী প্রেসিডেন্ট ঘানির নির্বাচনী প্রচারণা অফিসের পাশেই পুঁতে রেখেছিল। এ বিস্ফোরণে চারজন মারা গেছেন। তাদের মধ্যে একটি শিশু ও আবদুল হামিদ হোতাকি নামে হিওয়াদ রেডিওর একজন সাংবাদিকও আছেন। এছাড়া একজন নারী ও এক শিশুসহ আরও অন্তত ৬ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন।’ এ ঘটনায় তালেবানের কাছ থেকে এখনও কোন বিবৃতি আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here