খবর৭১ঃ দেশে ক্লাব ব্যবসার আড়ালে ক্যাসিনোর বৈধতা দিতে সরকারের উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংক ও ইউনাইটেড নেশনসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ টুরিস্ট জোনে (ইটিজেড) ক্যাসিনো চালুর বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ক্যাসিনোর বিষয়ে এখনও নজরদারি চলছে। ক্যাসিনো নীতিমালার মধ্যে এনে চালু করা হবে নাকি একেবারেই বাদ দেয়া হবে, এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ বিষয়ে এ মুহূর্তে কথা বলতে চাই না।
দুর্নীতি ও মাদকবিরোধী চলমান অভিযানের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছি। বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। অপকর্ম করলে কেউ-ই ছাড় পাবে না।
ওবায়দুল কাদের বলেন, নেতাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানি না। তবে নজরদারিতে আছেন অনেকেই।