এসকে সিনহার দুর্নীতির মামলার তদন্ত প্রতিবেদন ২৯ অক্টোবর

0
486
এসকে সিনহার দুর্নীতির মামলার তদন্ত প্রতিবেদন ২৯ অক্টোবর

খবর৭১ঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিল আগামী ২৯ অক্টোবর ধার্য করেছে আদালত।

এই মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (এসিসি) পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই নতুন দিন ধার্য করেন।

বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা রাজধানীর শাহবাগ থানায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

মামলায় বাদী অভিযোগ করেন যে, তৎকালীন প্রধান বিচারপতি সিনহা তার বিরুদ্ধে একটি মামলার রায় পরিবর্তনের জন্য প্ররোচিত করেন অথচ মামলাটি ইতোপূর্বে হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল।

প্রধান বিচারপতি সিনহা মামলা থেকে তাকে অব্যাহতি দিতে নাজমুল হুদার কাছ থেকে দুই কোটি ঘুষ দাবি করারও অভিযোগ করেন তিনি। বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here