মহেশপুর থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ

0
1191
মহেশপুর থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ :
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মশিয়ার রহমান ও ২০ বোতল ফেনসিডিলসহ আল আমিনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত মশিয়ার যশোরের চৌগাছা উপজেলার নাইড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

অন্যদিকে আল আমিন একই উপজেলার বল্লভপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। এক ই-মেইল বার্তায় বলা হয় ঝিনাইদহ ডিবি পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মহেশপুর উপজেলার আলিশা পাঁচবাড়িয়া থেকে ২ কেজি গাঁজা ও একই উপজেলার পুড়োপাড়া থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই ইকবাল কবির ও অভিজিৎ সিংহ রায়সহ অন‌্যান্যরা এ অভিযানে অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here