সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা, বাদ যাবেন না এমপিরাও : স্বরাষ্ট্রমন্ত্রী

0
654
সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা, বাদ যাবেন না এমপিরাও : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর৭১ঃ সরকারের কাছে রাঘব বোয়াল, চুনোপুটি বলে কিছু নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যরাও বাদ যাবেন না। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ক্যাসিনো কিভাবে চালু হলো সে বিষয়ে তদন্ত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কিছু অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজদের বিষয় আমাদের কানে এসেছে। এসবের সঙ্গে যারা জড়িত তাদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে।’

ক্যাসিনো অভিযানের পর অনেকে গা ঢাকা দিয়েছেন আবার অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরে আমাদের একটা লিস্ট থাকে। তাই কখনই বিমানবন্দর দিয়ে অপরাধীরা দেশ ছেড়ে যেতে পারে না। যাদের বিচার চলছে বা যারা অপরাধী তাদের লিস্ট বিমানবন্দর এবং ইমিগ্রেশনে থাকে।

তিনি আরো বলেন, কে কোথায় আছে তার চেয়ে বড় হচ্ছে কে কতটুকু অপরাধ করেছে। রাজনীতিবিদ বা যেই হোক না কেন, যারা অপরাধ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here