খবর৭১ঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আনুমানিক ১৮-১৯ বছর বয়সী এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চর ঘাটিনা রেল সেতুর পাশের ধইঞ্চা ক্ষেতের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মেয়েটির পরনে লাল রঙের কামিজ ও কালো রঙের সালোয়ার ছিল। মেয়েটির বয়স আনুমানিক ১৮/১৯ বছর।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের এএসপি গোলাম রহমান জানান, মেয়েটিকে ৪/৫ দিন আগে হত্যা করা হয়েছে বলে তাদের ধারনা। লাশটি ফুলে এমন অবস্থা হয়েছে যে এর শরীরে কোন ক্ষত বা আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।