ফতুল্লার জঙ্গি আস্তানায় বোম ডিসপোজাল ইউনিট

0
585
ফতুল্লার জঙ্গি আস্তানায় বোম ডিসপোজাল ইউনিট

খবর৭১ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। অভিযানে বাড়িটির ভেতরে কোনো বিস্ফোরক কিংবা জঙ্গিদের তৎপরতা রয়েছে কি না, তা তল্লাশি করা হচ্ছে। ওই বাড়ির আশপাশের ১৭টি বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় ওই বাড়িটিতে প্রবেশ করে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তবে তল্লাশি শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন।

এদিকে ওই বাড়ির আশপাশের ১৭টি বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও পুলিশের সদস্যরা।

বাড়িটির মালিক বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীন। জয়নাল আবেদীনের দু’ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজন হলেন- ফরিদ উদ্দিন রুমি (২৭), ফরিদের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও আরেক ছেলে জামাল উদ্দিন রফিক (২৩)।

আজ ভোর থেকেই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here