খবর৭১ঃ
মোঃ রাসেল মিয়া, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃ সেচ্ছায় রক্তদান, বন্ধনে জাগুক প্রাণ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুরাদনগর উপজেলার রক্তদানের সামাজিক সংগঠন ‘বন্ধন’র আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বন্ধন সদস্যদের আয়োজনে মুরাদনগর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজী নোমান আহাম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী কৃষকলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারন সম্পাদক পার্থ সারথী দত্ত। বন্ধনের সদস্য হাসনাত জামানের সঞ্চালনায় অন্যানের মাঝে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, প্রভাষক ড. মনিরুজ্জামান, সোহেল রানা, আজিজুর রহমান ও বন্ধনের প্রতিষ্ঠাতা মো. মমিন সরকার। এসময় বন্ধনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।