খবর৭১ঃ
মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিতিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক স্থান থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লাশ দু’টি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিশ করে জানান, বিকেলে উপজেলার সুটকি নদীর ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক পুরুষ এবং সুজাতপুরের বাদুকা এলাকার খোয়াই নদীর তীর থেকে এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে। ওসি আরও জানান, লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।