ঈশ্বরগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন

0
595

খবর৭১,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী উপজেলা বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কর্মসূচী শুরু করা হয়েছে। গতকাল শনিবার পৌর সদরের দলীয় কার্যালয়ে ওই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, আহসান পারভেজ, এড. শাহজাহান, সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঞা মনি, পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন খুররম, নূরুন্নবী, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, সাংগঠনিক সম্পাদক এড. তারেক আজিজ, ইউকে স্বেচ্ছাসেবক দলের পাঠাগার সম্পাদক হারুন অর রশীদ, ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক আনিছুর রহমান আরিফ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আরমান শরিফ, সাধারণ সম্পাদক মো. শাহিন ফরিদ, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ হাসান, ছাত্রনেতা রাজু, রনি, ফরহাদ প্রমুখ।
অপরদিকে ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক এমপি শাহ্ নূরুল কবীর শাহীন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি, সাবেক ভিপি ফরিদ উদ্দিন ফরিদ, ঝুলন চকদার, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন টিপু, যুবদল নেতা ফরিদ উদ্দিন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান গোলাপ, উপজেলা তাঁতী দলের সভাপতি কামাল হোসেন সরকার প্রমুখ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here