মুরাদনগরে বালু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা

0
635
মুরাদনগরে বালু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর( কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতমোড়া গ্রামে শাহজাহান (৫০) নামের এক বালু ব্যবসায়ীকে হত্যা করে লাশ নৌকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্য রাতে এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শাহজাহান উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের আবদুল মালেকের ছেলে।

নিহতের স্ত্রী আলেয়া বেগম জানান, বুধবার সন্ধ্যার পরে আমার স্বামী শাহজাহান ঘর থেকে বের হয়ে সে আর ঘরে ফিরে আসেনি। রাত ৭টা থেকে ৮টার মধ্যে তার বালুর ড্রেজারের শ্রমিকরা তাকে খোঁজ করতে আসলে আমরাও তাকে খোজাখুজি শুরু করি। আমরা সকালেও বিভিন্নস্থানে তাহার খোঁজ করি। পরে গোমতী নদীতে রাখা আমার স্বামীর বালুর ড্রেজারের নৌকায় শ্রমিকরা কাজ করতে গিয়ে সেখানে আমার স্বামীর মুখ ও গলা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পায়।

নৌকায় ব্যবসায়ীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক আবদুল গোফরানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে।
এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here