১২ দিনের আল্টিমেটাম দিয়ে বরিসকে হুঁশিয়ারি ইইউ’র

0
570

খবর৭১ঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ১২ দিনের আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ সময়ের মধ্যে ব্রেক্সিট চুক্তি নিয়ে নিজের পরিকল্পনা পেশ করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে।

আর যদি এই সময়ের মধ্যে লিখিত চুক্তি পেশ না করলে ব্রেক্সিট রদ করার হুঁশিয়ারি দিয়েছে ইইউ। বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রধান আনট্টি রিন্নে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্র এসব কথা জানান।

এসময় তারা ব্রেক্সিট নিয়ে ইইউতে বিভ্রান্তি চলছে বলে উল্লেখ করেন।
বর্তমান চুক্তিটির বিকল্প চাইলে তা চলতি মাসের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের কাছে উপস্থাপন করতে হবে। এ সময়, আয়ারল্যান্ডের সঙ্গে সীমান্তে ব্যাকস্টপের বিষয়ে সমঝোতায় আসার আহ্বান জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here