নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর ১২ বছরের কারাদণ্ড

0
605
আইনজীবীর সহকারী মোবারক হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

খবর৭১ঃ
নারায়ণগঞ্জে মাদক মামলার রায়ে মফিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামি অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মফিজুল ইসলাম কদমতলী থানার রায়েরবাগ এলাকার আরশাদ ভূঁইয়ার ছেল।

এ মামলা থেকে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি খালাস পেয়েছেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহম্মেদ বলেন, এ মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়। অপর আসামি জসিম উদ্দিন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ জুলাই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জ থেকে পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here