চাকুরী স্থায়ীকরনের দাবীতে হাতীবান্ধায় পিচরেট কর্মচারীর স্বারকলিপি

0
567
চাকুরী স্থায়ীকরনের দাবীতে হাতীবান্ধায় পিচরেট কর্মচারীর স্বারকলিপি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি, লালমনিরহাটের হাতীবান্ধায় চাকুরী স্থায়ী করনের দাবীতে পিচরেট কর্মচারী ঐক্যপরিষদ দাবী সম্মিলিত স্বারকলিপি দিয়েছে। বুধবার সকালে স্থানীয় নেসকো লিমিটেডের বিদ্যুৎ বিভাগের পাঠক ও বিল বিতরণকারীগণ সংস্থার স্থানীয় বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিত কুমার রায়ের কক্ষে উক্ত স্বারকলিপি প্রদান করেন। স্বারকরিপি প্রদানের আগে সংস্থার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন হাতীবান্ধা পিচরেট কর্মচারী ঐক্যপরিষদের সভাপতি কালী শংকর দাস, সম্পাদক মনিরুজ্জামান ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। এ প্রসঙ্গে নেসকো লিমিটেডের বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিত কুমার রায় বলেন, পিচরেট কর্মচারীর চাকুরী স্থায়ীকরনের দাবী সম্মিলিত একটি স্বারকলিপি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here