ক্যাসিনো মালিক যুবলীগ নেতা অস্ত্রসহ আটক

0
668
ক্যাসিনো মালিক যুবলীগ নেতা অস্ত্রসহ আটক

খবর৭১ঃ রাজধানীতে যুবলীগের আলোচিত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। তিনি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক। তিনি রাজধানীর ফকিরাপুল এলাকায় ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র অবৈধ ক্যাসিনোর মালিক বলে জানা গেছে।

বুধবার বিকাল থেকে গুলশান-২-নম্বরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে র‌্যাবের একটি সূত্র ঢাকাটাইমসকে নিশ্চিত করেছে।

এর আগে গুলশান-২-এর ৬৯ নম্বর সড়কে ৪ নম্বর বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।

একই সময়ে খালিদ মাহমুদের ফকিরাপুলের ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র অবৈধ ক্যাসিনোতে অভিযান শুরু করে র‌্যাব। ক্যাসিনো থেকে ১৪২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আওয়ামী লীগের যে বৈঠকে ব্যবস্থা নেয়া হয় সেই বৈঠকে যুবলীগ নিয়েও আলোচনা হয়। তখন প্রধানমন্ত্রী যুবলীগের দুজন নেতার নাম উচ্চারণ করে বলেন, তারা শোভন-রাব্বানীর চেয়েও খারাপ। সেই দুই নেতার একজন খালেদ মাহমুদ। তার বিরুদ্ধে জনসম্মুখে অস্ত্র উঁচিয়ে চলার অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here