সৈয়দপুরে রেলভূমিতে বসবাসকারিদের উচ্ছেদ নয়,পুণর্বাসনের দাবিতে অধিকারের দ্বিতীয় দফার আন্দোলন

0
617
সৈয়দপুরে রেলভূমিতে বসবাসকারিদের উচ্ছেদ নয়,পুণর্বাসনের দাবিতে অধিকারের দ্বিতীয় দফার আন্দোলন কর্মসুচি শুরু

মিজানুর রহমান মিলন,
সৈয়দপুরঃ

সৈয়দপুরে রেলভূমিতে বসবাস- -কারিদের উচ্ছেদ নয়, তাদের বন্দোবস্ত গৃহহারা না করে বন্দোবস্ত করে দেয়ার দাবিতে দ্বিতীয় দফার আন্দোলন কর্মসুচি শুরু করেছে অধিকার।গত ১৬ সেপ্টেম্বর রাতে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাবে রেলভূমিতে বসবাসকারিদের সংগঠন অধিকার’র কার্যনির্বাহী কমিটির সভায় পাঁচ দিনের কর্মসুচি ঘোষণা করা হয়। এসব কর্মসুচির মধ্যে রয়েছে শহরের ৪ টি পয়েন্টে প্রতিদিন সমাবেশ, সচেতনতামুলক লিফলেট বিতরণ, সকল ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান দুই ঘন্টার প্রতিকী ধর্মঘট ও ঘন্টাব্যাপি মানববন্ধন। সুত্র জানায়, এরই অংশ হিসেবে বুধবার থেকে উচ্ছেদ নয়, রেলভূমিতে বসবাসকারিদের পুণর্বাসনে বন্দোবস্তের দাবিতে লিফলেট বিতরণ শুরু হয়েছে সৈয়দপুর শহরে।

দুপুরে স্থানীয় রেলওয়ে পুলিশ ক্লাবে এ কর্মসুচির উদ্বোধন করেন অধিকার সভাপতি ও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। এসময় সাধারণ সম্পাদক আলহাজ্ব তাসলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দাবি আদায়ে অন্যান্য যেসব কর্মসুচি পালন করা হবে তাহলো শুক্রবার পর্যন্ত প্রতিদিন সমাবেশ, শনিবার বিকেল ৩ থেকে ৫ টা পর্যন্ত গোটা শহরে ব্যবসাসহ সকল প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিকী ধর্মঘট, একইদিন ৩টা থেকে ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন।এসব কর্মসুচি পালনে অধিকার নেতৃবৃন্দ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অধিকারের সভাপতি ও সাধারণ যথাক্রমে উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মো. তাসলিম। এর আগে কর্মসুচির প্রথমদিনে গতকাল মঙ্গলবার রাতে শহরের বাঁশবাড়ি হানিফ মোড় এলাকায় সমাবেশ করে অধিকার। কাল বৃহস্পতিবার একই দাবিতে মুন্সিপাড়া মহিলা ডিগ্রী কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানায় অধিকার সুত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here