দুই জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

0
460
দুই জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

খবর৭১ঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম শুকনা কচুছড়ি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রিপেন চাকমা (২৪) ও বর্ষন চাকমা (২৫)। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জরুল আলম জানান, বাঘাইছড়ি ইউনিয়নের দুর্গম শুকনা কচুছড়ি গ্রামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের রিপেন চাকমা ও বর্ষন চাকমা নামে দুই কর্মী অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা অতর্কিত গুলি করলে ঘটনাস্থলেই তারা মারা যান।

গ্রামটি দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় পায়ে হাটা পথ ছাড়া যানবাহনে যাতায়াতের কোন ব্যবস্থা নেই। খবর পেয়ে বুধবার সকালের দিকে মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে বলে ওসি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here