কিশোরগঞ্জে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত

0
1046
কিশোরগঞ্জে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ইটবাহী ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো মাহিন (১২) ও রাজন (১২)।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কিরাটন ফকিরপাড়ার তালতলী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন উপজেলার কিরাটন এলাকার খোকনের ছেলে ও একই এলাকার রাজন বাবুলের ছেলে। নিহতরা দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তারা আপন চাচাতো ভাই।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলে দুই চাচাতো ভাই স্কুলে যাচ্ছিল। পথে উপজেলার কিরাটন ফকিরপাড়ার তালতলী বাজারের কাছে বিপরীতমুখী একটি ট্রাক তাদের সাইকেলকে চাপা দেয়।

স্থানীয়রা দুই ছাত্রকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রাজনকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় মাহিনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here