ছাতকে পৌর কাউন্সিলরের ফেইসবুক আইডি ক্লোন করে টাকা চেয়ে প্রতারক চক্র ম্যাচেজ

0
705
ছাতকে পৌর কাউন্সিলরের ফেইসবুক আইডি ক্লোন করে টাকা চেয়ে প্রতারক চক্র ম্যাচেজ

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ

ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র-২ আখলাকুল আম্বিয়া সোহাগের ফেইসবুক আইডি ক্লোন করে বিভিন্ন মানুষের কাছে বিকাশে টাকা পাঠানোর জন্য ম্যাচেজ পাঠাচ্ছে একটি প্রতারক চক্র।

প্রতারক চক্রের সদস্যরা কাউন্সিলরের ফেইসবুক আইডি ব্যবহার করে মোবাইল আত্মীয়-স্বজন ও শুভাকাংখিরদের কাছে ম্যাচেজ দিয়ে অনুরোধ টাকা পাঠানোর অনুরোধ করছে। সে (কাউন্সিলর সোহাগ) খুব বিপদের মধ্যে আছে, তাই জরুরী ভিত্তিতে বিকাশ একাউন্টে ৫ হাজার টাকা টাকা পাঠানোর অনুরোধ করে বিভিন্ন ফেইসবুক আইডিতে পোষ্ট করা হয়েছে। এ ব্যপারে কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ জানান, একটি প্রতারক চক্র ক্লোনের মাধ্যমে তার ফেইসবুক আইডি ব্যবহার করে প্রতারনার চেষ্টা করছে। ইতিমধ্যেই তার বিভিন্ন আত্মীয়-স্বজন ও শুভাকাংকি তাকে মোবাইল ফোনে বিষয়টি জানতে চেয়েছেন।

এ বিষয়ে প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রতারনার স্বীকার না হওয়ার জন্য তিনি আত্মীয়-স্বজন ও শুভাকাংকি এবং ওয়ার্ড ও পৌরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি এ ব্যারে আইনের আশ্রয় নেবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here