খবর৭১ঃ জিম্বাবুয়ের জাতির পিতা ও স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট রবার্ট মুগাবের শেষকৃত্য আজ শনিবার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হবে।
মুগাবের শেষকৃত্যে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এতে উপস্থিত থাকতে পারেন। তাকে সমাহিত করা নিয়ে সরকারের সঙ্গে মুগাবের পরিবারের বিরোধের অবসান হয়েছে। রাজধানী হারারের জাতীয় বীরদের স্মৃতিস্থম্ভেই মুগাবেকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন পরিবারের মুখপাত্র ও রবার্ট মুগাবের ভাতিজা লিও মুগাবে।
তিনি জানিয়েছেন, সরকার মুগাবেকে সমাহিত করার পরিকল্পনার বিষয়ে পরিবারকে আগে কিছু না জানানোর কারনেই বিরোধের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে মুগাবেকে নিজশহর কুতামাতে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত ৬ সেপ্টেম্বর ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন রবার্ট মুগাবে।