খবর৭১ঃ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় টয়লেটের স্লাব ভেঙ্গে ট্যাঙ্কিতে পড়ে এমরান হোসেন বাবু (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কুমারী বড়টিলা এলাকায় এ ঘটনা ঘটে। বাবু ওই এলাকার শাহ আলমের ছেলে। সে বড়টিলা আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, দুপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যায় বাবু। এ সময় টয়লেটের স্লাব ভেঙে নিচে পড়ে যায় সে। তাকে উদ্ধার করতে তার মামা আল আমিন ঐ গর্তে নামলে তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা দ্রুত দুইজনকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আল আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টযলেটের গর্তে বিষাক্ত গ্যাসে শ্বাঁসরুদ্ধ হয়ে বাবু মারা গেছে বলে চিকিৎসক জানান।মানিকছড়ি থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।