মুক্তি পেল মাহি অভিনীত ‘অবতার’

0
837
মুক্তি পেল মাহি অভিনীত ‘অবতার’

খবর৭১ঃ

এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা মাহিয়া মাহির অভিনয় ক্যারিয়ারে ভাটা চলছে কাজের সংখ্যা কমে যাওয়ায় বছরের বেশিরভাগ সময় অবসরে কাটছে তারকা অভিনেত্রীর। চলতি বছরের শুরুতে বদিউল আলম খোকনের পরিচালনায়অন্ধকার জগৎনামের একটি ছবিতে তাকে দেখা গিয়েছিল

প্রায় ছয় মাস পর আজ পর্দায় ফিরছেন মাহি। ছবির নামঅবতার মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত জেএইচ রুশো; সঙ্গে রয়েছেন চিত্রনায়ক আমিন খান মুক্তির আগেই ছবির একটি আইটেম গান দর্শকের কাছে সাড়া জাগিয়েছে। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবাসানু, সুব্রত প্রমুখ

মুক্তি পেল মাহি অভিনীত ‘অবতার’

এতে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, ‘ ছবির গল্প সুন্দর। নায়কের পাশাপাশি ছবির পরিচালকেরও অভিষেক হচ্ছে ছবির মাধ্যমে। চমৎকার একটি টিমওয়ার্ক হয়েছে ছবিতে। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিংই বলা যায় আশা করছি দর্শক ছবিটি দেখে নিরাশ হবেন না।

অন্যদিকে রায়হান রাফি পরিচালিতস্বপ্নবাজিনামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। ছাড়াদাগানামের একটি মিউজিক্যাল ফিল্মেও কাজ করছেন চিত্রনায়িকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here