ডিএমপি’র দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম

0
490
ডিএমপি’র দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম

খবর৭১ঃ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন এর আগে ২৮ আগস্ট শফিকুল ইসলামকে ডিএমপির কমিশনার হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি হয়

ডিএমপির নতুন কমিশনার এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ সালে অষ্টম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগ দেন

দীর্ঘ চাকরিজীবনে তিনি পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ, পটুয়াখালী, সুনামগঞ্জ কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশ, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, ডিআইজি ঢাকা রেঞ্জ, এন্টি টেররিজম ইউনিটের প্রধান (এডিশনাল আইজিপি), এডিশনাল আইজিপি (এইচআরএম) পুলিশ সদর দপ্তর এডিশনাল আইজিপি সিআইডি হিসেবে দক্ষতা সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তার পেশাদারিত্ব দক্ষতার জন্য তিনি একাধিকবার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদকে ভূষিত হন

শফিকুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) পাস করেন

ডিএমপির বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রীপরিষদ বিভাগের অধীনজাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলে প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। শুক্রবার তিনি নতুন কমিশনারের কাছে দায়িত্ব বুঝে দেন। এরপর পুলিশের রীতি অনুযায়ী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here