খবর৭১ঃ
টস জিতে ফিল্ডিংয়ে নেমে অধিনায়ক সাকিব আল হাসান বোলিং ওপেন করেন। বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন ব্রেন্ডন টেইলর। দ্বিতীয় ওভার তথা অভিষিক্ত তাইজুলের প্রথম ওভারের প্রথম বলেই প্যাভিলিয়েনে ফিরেন এই অভিজ্ঞ ওপেনার। তাইজুলের বলে ৬ রান করা টেইলর ধরা পড়েন মাহমুদউল্লাহর হাতে।
অবশেষে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়ে গেল তাইজুল ইসলামের। এর আগে স্কোয়াডে থাকলেও এবারই প্রথম খেলার সুযোগ পেলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাঁহাতি এই স্পিনারকে টুপি পরিয়ে দেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৩ জনের দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনিং অল–রাউন্ডার মেহেদি হাসান ও পেসার ইয়াসিন আরাফাত। ত্রিদেশীয় সিরিজে বাজে আবহাওয়ার জন্য ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ১৮ ওভারে।
চলতি বছর এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারের ক্ষত মোচনে এ সিরিজে ভালো করতে মরিয়া সাকিব আল হাসানের দল। বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো এর আগে বলেছেন, আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘রোডম্যাপ’ শুরু হচ্ছে এ সিরিজ দিয়ে।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।