খবর৭১ঃ
সুনামগঞ্জ সদর উপজেলার সাদকপুর গ্রামে বিয়ের নিমন্ত্রণ খেয়ে বর-কনেসহ উভয়পক্ষের অন্তত ৮০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে পেটের পিড়ায় আক্রান্ত হয়েছেন তারা। জানা যায়, বুধবার রাত ১২টার দিকে সাদকপুর গ্রামের পুতুল দাসের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খান এসব অতিথিরা।
বরের বাড়ি দিরাই উপজেলার ডাইয়ারগাঁও গ্রামে। নিমন্ত্রণ খাওয়ার পর থেকে অসুস্থ হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতাল, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে অন্তত ৮০ জন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন।
সুনামগঞ্জ সদর হাসপতালে ভর্তি সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী এলাকার সঞ্জু দেবের স্ত্রী জলি রাণী দেব (৩৫) এর অবস্থার অবণতি হলে শুক্রবার সকালে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দুপুরের পর চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয় তার।
এদিকে, বিয়ের খাবার খেয়ে বর মিহীর দাস ও কনে চন্দনা রাণী দাস অসুস্থ হয়ে হাসপতালে চিকিৎসা নিয়েছেন। বুধবারে রাতের এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত অনেকেই হাসপতালে ভর্তি হয়েছেন। বেড না পেয়ে অনেককেই ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ রামেশ্বরপুর গ্রামের আশিকুর রহমান বলেন, বুধবার রাতে বিয়ের দাওয়াত খেয়ে ঘুমিয়ে পড়ি।
সকালে ওঠে দেখি পেটে ব্যথা ও পাতলা পায়খানা হচ্ছে। সারাদিন বাড়িতে ছিলাম। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে অবস্থার অবণতি হলে আমাকে হাপাতালে ভর্তি করানো হয়। তিনি আরো বলেন, হাসপাতালে এসে দেখি আরো অনেকে বিয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক সালাহউদ্দিন বলেন, বিয়ের নিমন্ত্রণ খেয়ে বর-কনেসহ সদর হাসপতালেই অন্তত ৪০ জন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। খাদ্যে বিষক্রিয়ার কারণে পেটের পিড়ায় আক্রান্ত হয়েছেন তারা। তিনি আরো জানান, গুরুতর অসুস্থ দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।