মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ
কাল শনিবার সৈয়দপুর আসছেন রেলপথ মন্ত্রী অ্যাড. নূরুল ইসলাম সুজন। এদিন সকালে মন্ত্রী বিমানে ঢাকা থেকে সৈয়দপুর পৌছে সৈয়দপুর রেলওয়ে কারখানা ও রেলওয়ে সেতু কারখানা পরিদর্শন করবেন। পরে তিনি রেলওয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মিলিত হবেন।
এ সভায় রেলওয়ে কারখানার উন্নয়নসহ বিদ্যমান সমস্যা নিয়ে মতবিনিময় করবেন মন্ত্রী। এদিন তিনি সৈয়দপুরে রেলওয়ে জমির ওপর গড়ে ওঠা স্থাপনা প্রত্যক্ষ করবেন বলে জানা গেছে। একই সঙ্গে সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে রেল সচিব ও রেলওয়ের মহাপরিচালকসহ রাজশাহী,পাকশি,লালমনিরহাট ও সৈয়দপুরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মন্ত্রীকে রেলওয়ের বর্তমান কর্মকান্ড সম্পর্কে অবহিত করবেন কর্মকর্তারা। এ বৈঠকে তিনি রেলওয়ের উন্নয়নে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেবেন বলে জানা গেছে। এর আগে মন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প পরিদর্শন করবেন।
এদিকে রেলপথ মন্ত্রী এ্যাড. সুজনের আসার সংবাদে রেলওয়ে কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে।