পদ্মা সেতুতে টোল দিতে থামাতে হবে না গাড়ি

0
612
পদ্মা সেতুতে টোল দিতে থামাতে হবে না গাড়ি

খবর৭১ঃ পদ্মা সেতুতে টোল দিতে চলমান কোন গাড়িকে বুথে থামানো লাগবে না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীস্থ সেতু ভবনের মিলনায়তনে কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশনের সাথে সেতু কর্তৃপক্ষের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান থেকে এ তথ্য জানা যায়।

আরও জানা যায়, চুক্তিবদ্ধ কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন পদ্মা সেতুর টোল আদায়ে ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি চালু করবে। ইটিসি লেন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে এবং এ ক্ষেত্রে কোন যানবাহনকে টোল বুথে থামাতে হবে না। পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে পারফরমেন্স বেইজড ম্যানেজমেন্ট সিস্টেমও চালু করবে কোম্পানিটি।

তাছাড়া, কোম্পানিটি অত্যাধুনিক প্রযুক্তির ট্রাফিক ইনফরমেশন এপলিকেশন চালু করবে। এ পদ্ধতিতে প্রতি মুহূর্তে সড়ক, সেতু বা এর আওতাধীন অন্য যে কোন অবস্থানের বিদ্যমান যানবাহন সংক্রান্ত তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে মোবাইল, বেতার বা অন্য কোন ডিভাইসের মাধ্যমে জানা যাবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ টোল আদায় করে এ ধরণের সংস্থাসমূহের জনবলকে প্রশিক্ষিত করবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here