আইফোনপ্রেমীদের নতুন আকর্ষণ; আইফোন ১১

0
575
আইফোনপ্রেমীদের নতুন আকর্ষণ

খবর৭১ঃ

আইফোনপ্রেমীদের অপেক্ষার গ্রহর শেষে মঙ্গলবার উন্মোচন করা হয় নতুন সিরিজের আইফোন। যুক্তরাষ্ট্রের কুপারটিনোর স্টিভ জব থিয়েটারে আইফোন ১১ উন্মোচন করে অ্যাপল।

আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স নামে এই সিরিজের নতুন দুটি আইফোন ঘোষণা করে অ্যাপল। এখন অনলাইনে দেওয়া যাচ্ছে প্রি অর্ডার। ২০ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে ফোন দুটি।

এই দুই ফোনে রয়েছে ৫.৮ ইঞ্চি আর ৬.৫ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্সের পেছনে তিনটি করে ক্যামেরা রয়েছে।

ফোন দটির পেছনের ক্যামেরায় স্মার্ট এইচডিআর, নাইট মোড, পোর্ট্রেট মোড এবং ৬০ এফপিএস এর সাথে চার হাজার ভিডিও রেকর্ডের সুবিধা আছে। সেলফির জন্য এই ফোনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাহায্যে ফোর-কে ভিডিওসহ স্লো মোশন ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে।

আইফোন ১১ প্রো ও আইফোন ১১ প্রো ম্যাক্সে আগের আইফোনগুলোর চেয়ে ৫ ঘণ্টা বেশি সময় চার্জ থাকবে। আইফোন ১১ প্রো’র দাম শুরু হচ্ছে ৯৯৯ মার্কিন ডলার থেকে। আর আইফোন ১১ প্রো ম্যাক্স-এর দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here