১১০০ টন কয়লাসহ বঙ্গোপসাগরে জাহাজডুবি, নিখোঁজ ১২

0
428
১১০০ টন কয়লাসহ বঙ্গোপসাগরে জাহাজডুবি
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

বঙ্গোপসাগরে একটি কয়লাবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। সাঙ্গু গ্যাসফিল্ডের কাছে আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডুবে যায় এমভি হীরা পর্বত-৮ নামের এ জাহাজটি।

কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে সকাল সাড়ে ৮টার দিকে বিকল হয়ে যায় জাহাজটির ইঞ্জিন। একপর্যায়ে ডুবে যায় নৌযানটি। এ সময় এর ১২ নাবিক নিখোঁজ হন।

সাইফুল ইসলাম বলেন, জাহাজ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ নৌবাহিনীর চারটি ও কোস্টগার্ডের একটি জাহাজ। এছাড়া ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here