খবর৭১ঃ
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে সাতরাস্তা মোড়ে অবস্থান নেন তারা।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। তাদের বকেয়া বেতন প্রদান ও অবৈধভাবে ছাঁটাই বন্ধ না হলে বিক্ষোভ অব্যহত থাকবে বলে জানান তারা।
সাতরাস্তা মোড়ে অবস্থান করায় এর আশেপাশের সব রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।