খবর৭১ঃ আমার মুখ ঢেকো না। আমার শ্বাসকষ্ট আছে। আমার দম বন্ধ হয়ে যাবে।’ আততায়ীদের হাতে খুন হওয়ার আগে এভাবেই আকুতি জানিয়েছিলেন আলোচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগজি। তুর্কি পত্রিকা সাবাহ সম্প্রতি খাশোগজির হত্যার আগের মুহূর্তের একটি কথোপকথনের নথি প্রকাশ করেছে। নতুন এই বিবরণে তার করুণ এই আকুতি উঠে এসেছে। সূত্র. ডয়চে ভেলে।
২০১৮ সালে তুরষ্কের ইস্তানবুলে সৌদি দূতাবাসের সামনে খুন হওয়ার আগ মুহূর্তে তার এই বক্তব্য রেকর্ড করা হইয়েছিলো বলে নিশ্চিত করে তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থা(এমআইটি)।
সাবাহর নথি থেকে জানা যায়, মাহির মুতরেব নামে একজন সৌদি হিট স্কোয়াডের সদস্য এসে খাসগজিকে জিজ্ঞাসাবাদের জন্য রিয়াদে নিয়ে যেতে হবে বলে জানান। কারণ হিসেবে তাকে বলা হয়, ইন্টারপোল তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এতে খাশোগজি প্রতিবাদ করে বলেন, ‘আমার বিরুদ্ধে কোন মামলা নেই।’
এরপর ওই সেনাসদস্য খাশোগজিকে অনুরোধের সুরে বলেন, তিনি যেন ‘আমাকে না পাওয়া গেলে, চিন্তার কোন কারণ নেই!’ এরকম একটি ক্ষুদেবার্তা তার ছেলেকে পাঠান। খাশোগজি এই আবেদন রাখতে পারবেন না বলে জানান। এরপই মুতরেব তাকে মৃদু হুমকির সুরে বলে ওঠেন, ‘আমাদের সাথে কো-অপারেট করুন; না করলে আমরা জোর করতে বাধ্য হবো। এর ফল ভালো হবে না।’
এরপর ওই সেনা আরও কয়েকজন সদস্যের সহযোগিতায় জোরপূর্বক কালো কাপড়ে তার মুখ ঢেকে দিতে চেষ্টা করে। তখন খাশোগজি খুনীদের উদ্দেশ্যে আর্তনাদ করে ওঠেন, ‘আমার মুখ ঢেকে দিও না। আমার শ্বাসকষ্ট আছে। আমার দম বন্ধ হয়ে যাবে।’
উল্লেখ্য, জামাল আহমেদ খাশোগজি আমেরিকাভিত্তিক ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এর একজন কলামিস্ট ছিলেন। সৌদি রাজপরিবারের বিরুদ্ধে সমালোচনা করায় গত ২ অক্টোবরে ইস্তানবুলে সৌদি দূতাবাসের কাছে তাকে খুন করে সৌদি হিট স্কোয়াডের কয়েকজন সদস্য। জাতিসংঘের পক্ষ থেকে এই হত্যাকাণ্ড সম্পর্কে বলা হয়, ‘খাশোগজির হত্যাকাণ্ডটি ছিল নৃশংস এক পূর্বপরিকল্পিত।’