রাজবাড়ীর পাংশায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

0
619
রাজবাড়ীর পাংশায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

খবর৭১ঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় মৌড়াটইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডসদস্য ও আওয়ামী লীগ নেতা শওকত আলী মণ্ডলকে (৪০) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে উপজেলার বাগদুলি বাজরে এ ঘটনা ঘটে।

নিহত শওকত আলী মণ্ডল মৌড়াটইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডে সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পশ্চিম বাগদুলিগ্রামের নাজির মণ্ডলের ছেলে।স্থানীয়রা জানান, রাতে উপজেলার বাগদুলি বাজরে শওকত আলী অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে।

গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তী সময়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হয়। সেখানে রাত ২টার দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌড়াটইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামাণিক জানান, গত উপজেলা নির্বাচনে শওকত আলী নৌকার পক্ষে কাজ করেন। এ কারণে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, কে বা করা শওকত আলীকে হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here