খবর৭১ঃ মিায়নমারে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সমস্যার সমাধান না হলে এই এলাকার সব রাষ্ট্রের জন্য অনিয়শ্চতা তৈরি হবে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
ঢাকার ইস্কাটনে মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এমন অনিশ্চয়তা তৈরি হলে উন্নয়নও হয় না, লক্ষ্যবস্তুগুলোও অর্জন সম্ভব হবে না। আমরা বলেছি, এইখানে যদি ঝামেলা হয়, তাহলে সেটা এই অঞ্চলের সবার জন্যই অমঙ্গল হবে।’
সম্প্রতি চট্টগ্রামে ভুয়া জন্মসনদ, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি সংগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কয়েকজন রোহিঙ্গা। এসব নথিপত্র দিয়ে সহজে পাসপোর্টও পেয়েছে তারা। রোহিঙ্গাদের এভাবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহকে জাতীয় নিরাত্তার জন্য হুমকি বলে মনে করছেন বিশেজ্ঞরা।
এমন ঘটনা দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমরা শক্ত অবস্থান নিয়েছি। ভুয়া কাগজপত্র দিয়ে যাতে কেউ জাতীয় পরিচয়পত্র নিতে না পারে, সে জন্য উদ্যোগ নিয়েছি। ভুয়া হলে আমরা সেগুলো জব্দ করব।’
কিভাবে রোহিঙ্গারা পাসপোর্ট পেল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পরাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মোমেন বলেন, ‘আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রচেষ্টা চালিয়ে যাব। আশা করছি, আগামীতে কোনো সময় প্রত্যাবাসন শুরু হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি জাতিসংঘের আগামী অধিবেশনে উথাপন করা হবে। অবশ্যই সেখানে বিভিন্ন ফোরামে বিষয়টি তোলা হবে।’
রোহিঙ্গাদের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অনেক টাকা-পয়সা দিচ্ছে। তারা বড় দাতা, এই সহায়তা চালিয়ে যাবে। তবে মিয়ানমারের জেনারেলের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেয়া ছাড়া, তারা আর কিছু করেনি। মিয়ানমারকে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধাও দিয়েছে।’
মিয়ানমারের সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা চলছে। কেউ কেউ প্রস্তাব দিয়েছেন। শুধু শুধু বসে তো লাভ নেই। আমরা অনেকবার বসেছি। আমরা চাই, আলোচনা যাতে ফলপ্রসু হয়।’
এসময় মন্ত্রী জানান, চলমান সংকট সমাধানে নতুন পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।ঢাকা লেডিস ক্লাবে কুসুমকলি স্কুলের ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।