খবর৭১ঃ শিয়া ধর্মাবলম্বীদের পবিত্র স্থান ইরাকের কারবালায় আশুরা পালন করতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। রয়টার্স, ওয়াশিংটন পোস্টসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে।
রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কারবালা শহরে এই ঘটনা ঘটে। প্রতি বছর ১০ মহররম আশুরার দিনে এখানে লাখ লাখ শিয়া ধর্মাবলম্বী জড়ো হন। তারা রাসুল সা.-এর দৌহিত্র ইমাম হোসাইন রা.-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
ইরাকের একনায়ক সাদ্দাম হোসেনের শাসনামলে আশুরা দিবসে প্রকাশ্যে কারবালা যুদ্ধের দৃশ্য অভিনয় করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমান প্রশাসন অবশ্য বিশেষ দিনটিতে ছুটি ঘোষণা করেছে। আশুরা দিবসে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে এর আগেও কারবালায় পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে।