গজারিয়ায় বৃষ্টিতে বাসের বেপরোয়া গতিতে দুর্ঘটনা, আহত ৪৭

0
563
গজারিয়ায় বৃষ্টিতে বাসের বেপরোয়া গতিতে দুর্ঘটনা, হতাহত ৪৭

খবর৭১ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলার চর বাউশিয়ার সজীব পাম্প সংলগ্ন এলাকায় ডিভাইডার ভেঙে যাত্রীবাহী বাস ও কভার্ড ভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নারায়নগঞ্জ হাইওয়ে সার্কেল সিনিয়র এএসপি জিসানুল হক বলেন,বৃষ্টির মাঝে বেপরোয়া গতিতে বাসটি চালানোর কারনেই এদুর্ঘটনা ঘটে। ওভার স্পিড মামলাসহ একাধিক মামলা করা হবে। ঘটনাস্থল থেকে গুরুতর আহতদের মধ্যে অজ্ঞাত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠিয়ে দেয়া হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তিনি আরো বলেন, আনন্দ পরিবহনের ড্রাইভার পালিয়ে গেছে। ড্রাইভারকে গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টারদিকে ঝড়ো বৃষ্টিতে বেপরোয়া গতিতে চালানো হয়ঢাকা থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো ঠ-১১-১৬৯৪ (ফাহিম এন্টারপ্রাইজের আনন্দ পরিবহন)। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে অপর সাইডে গিয়ে কভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় মুখোমুখি সংঘর্ষে বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।

এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় শিশু ও নারীসহ অন্তত ৪৫ জন যাত্রী আহত হয়। আহতের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুজন কুমার হালদার ও হাইওয়ে পুলিশ।

আহতরা হলো সামিউল (৪) পিতা আহসান উল্লাহ, চাঁদপুর, ফারজানা (৩৫) মতলব, আরজুদা বেগম (৩৫) পিতা আহসান, রিনা আক্তার পিতা মোসলেম উদ্দিন, নাটোর, জসিম মিয়া পিতা রহিজ আলী, চাঁদপুর সুজন (২৫) পিতা নুরুল হক নোয়াখালী, পলাশ (২১) পিতা কাজল, কুমিল্লা, আলমগীর মাহবুব পিতা আলী আকবর, চাঁদপুর, সোলেমান (৫১) পিতা আমির হোসেন ব্রাহ্মনবাড়িয়া, হাবিব (২২) পিতা অজ্ঞাত লক্ষীপুর, রাকিব চট্টগ্রাম, রাসেল আলী পিতা অজ্ঞাত, ইকরামুল বাশার পিতা অজ্ঞাত কুমিল্লা, শাকিল (২২) পিতা মোস্তফা, কুমিল্লা সোলেমান (৫১) পিতা আমির হোসেন, কুমিল্লা, মোকলেছুর রহমান (৪৯) পিতা আব্দুর রব দেবিদ্বার, আলমগীর (৪৮) পিতা আব্দুর রহমান মতলব, মোহাম্মদ হোসেন (৩৬) পিতা জুলফিক্কর, চট্টগ্রাম, আবু জাফর (৪৫) কলিম চট্টগ্রাম, খোরশেদ (৪০) পিতা অফিক উদ্দিন শরীয়তপুর, হাবীব পিতা শফি উদ্দিন, গোদনাইল, রায়হান (১৯) নাটোর, গিয়াস উদ্দিন (৩৫) মোতালেব, নোয়াখালী, রবিন (১৪) পিতা রনি মিয়া কিশোরগঞ্জ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here