সুন্দরগঞ্জে হত্যা মামলায় মা-ছেলে গ্রেপ্তার

0
473

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরেউ পজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী শাহিনুর বেগম ও তাদের পুত্র সোহেল রানাকে চট্টগ্রামের আকবর শাহ্ থানা এলাকা থেকে ঐ থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।
তারা বিগত ৬ জুন দিন দুপুরেই ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী হাজী শফিউল ইসলামের পুত্র নজরুল ইসলামকে নির্মমভাবে হত্যার পর থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আত্ম-গোপনে ছিলেন। তখন থেকেই তাদেরকে গ্রেপ্তারে সুন্দরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক তল্লাশী চালিয়ে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হন। নিহত নজরুল ইসলাম জাহাঙ্গীর আলমের চাচা ছিলন। ঘটনার দিন জাহাঙ্গীর আলম তার স্ত্রী শাহিনুর, পুত্র সোহেলসহ নিহত নজরুলের পরিবারে হামলা চালায়। এতে নজরুল ইসলাম ও তার পিতাসহ পরিবারের অন্যান্যরা আহত হন। তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ- মুহাম্মদ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল ও তার মা শাহিনুর নজরুল ইসলামের মূল হত্যাকারী। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here