হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ১

0
604
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ১

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ সড়কে সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ইমন আহমেদ (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় নিহত ইমনের পিতা-মাতাসহ আহত হয়েছে অন্তত আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল ৩টায় হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমন শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের ছুফি আহমেদের পুত্র। সে স্থানীয় প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র।হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সা রতনপুর এলাকায় পৌছামাত্র নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় ইমন আহমেদসহ ৫ জন যাত্রী।পরে ইমনকে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও ইমনের পিতা ছুফি আহমেদ, মা জাবেদা খাতুন, হৃদয় মিয়া ও আলী হোসেনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here