ঠাকুরগাঁওয়ে বাস খাদে, নিহত ১

0
645
ঠাকুরগাঁওয়ে বাস খাদে, নিহত ১
ছবিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে হাজীরমোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ যাত্রী। সোমবার ভোরে উপজেলার ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের বিজিবি ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী যাত্রীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশের এএসআই নাজমুল জানান, সোমবার ভোরে ঢাকা থেকে আসা তেতুলিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের বাসটি বিজিবি ক্যাম্পের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় প্রায় ২০যাত্রী আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে আগস্ট মাসে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ জন নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here