ঠাকুরগাঁওয়ে শিশুদের মৌসুমি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0
813
ঠাকুরগাঁওয়ে শিশুদের মৌসুমি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে শিশুদের মৌসুমি প্রতিযোগিতা-২০১৯ এর আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ঠাকুরগাঁও শাখার শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁও ক্রিড়া সংস্থার সাবেক ক্রিড়া বিষয়ক কর্মকর্তা আবু মহিউদ্দিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাসহ অভিভাবকগণ।

মৌসুমি প্রতিযোগীতার জ্ঞান জিজ্ঞাসা, দেশাত্ম বোধক জারি গান, লোক নৃত্য, দলীয় অভিনয়, বিতর্ক প্রতিযোগিতায় মোট ১ শত ২০ জন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করে এবং প্রতিযোগি মোট ৭২ জনকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here