ছাতকে কিশোরী ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

0
1128
ছাতকে কিশোরী ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

খবর৭১ঃ

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ ছাতকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রহমত আলী মামুন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।রহমত আলী মামুন উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের রজব আলীর পুত্র। গতকাল শনিবার দুপুরে তাকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, ১৩ আগষ্ট রাতে অভিযুক্ত রহমত আলী ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের নেয়াপাড়া গ্রামের বাসিন্দা এক দিনমজুরের কিশোরী কন্যাকে বাড়ী থেকে ডেকে নিয়ে একটি নির্জন স্থানে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার আত্মচিৎকার স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে লম্পট রহমতকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার পর ওই কিশোরীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার রাতেই স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি আপোষ নিস্পত্তির কথা বলে রহমত আলীকে থানা থেকে ছাড়িয়ে নেয়। পুলিশের উপ-পরিদর্শক লিটন রায় বলেন, ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে ওই কিশোরী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক মামলা দায়ের করে। ওই মামলায় রহমত আলী মামুনকে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here