সমস্যা নিরসনে শিক্ষা উপমন্ত্রীর কাছে “১১ দফা” দাবি তিতুমীর কলেজ ছাত্রলীগের

0
816
সমস্যা নিরসনে শিক্ষা উপমন্ত্রীর কাছে “১১ দফা” দাবি তিতুমীর কলেজ ছাত্রলীগের

আশিক তাজ:
রাজধানীর অন্যতম বিদ্যাপিঠ সরকারি তিতুমীর কলেজ। প্রায় ৫১ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাসটি নানা সমস্যায় জর্জরিত। ছাত্রলীগের ইতিবাচ কর্ম কাণ্ডের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের নৈতিক “১১ দফা” দাবি আদায়ের স্বার্থে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) এমপি এর নিকট স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সরকারি তিতুমীর কলেজ কর্তৃক আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ স্মারকলিপি প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রীর হাতে তুলে দেন শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।

এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক), শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন, উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানাসহ কলেজের বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।

“১১ দফা” দাবিগুলো হলোঃ-

০১। বঙ্গবন্ধু প্রতিকৃতি হিসেবে কলেজে একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য,
০২। শিক্ষার্থীদের জন্য ২ টি বাস,
০৩। ছাত্র-ছাত্রী অনুপাতে পর্যাপ্ত ছাত্রাবাস,
০৪। আবাসিক হলগুলোতে রিডিংরুম,
০৫। সাধারণ শিক্ষার্থীদের জন্য কলেজে একটি ক্যান্টিন,
০৬। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র,
০৭। আধুনিক ও উন্নতমানের লাইব্রেরি,
০৮। একটি সু-সজ্জিত কম্পিউটার ল্যাব,
০৯। নব-নির্মিত ছাত্রবাসটি বঙ্গবন্ধুর নামে নামকরণ,
১০। নব-নির্মিত ছাত্রীনিবাসটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নামে নামকরণ,
১১। ছাত্রাবাসগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here