সৈয়দপুরে দূর্ঘটনার ৯ ঘন্টা পর ট্রাক চালক গ্রেফতার,থানায় মামলা

0
980
সৈয়দপুরে লন্ড্রী ব্যবসার আড়ালে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে যুবকের কারাদণ্ড

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুর বাইপাস মহাসড়কে ট্রাকের চাপায় হাত বিচ্ছিন্ন ট্রাক্টর শ্রমিকের নিহতের ঘটনায় আটক ট্রাক চালক আক্কাছ আলীর (৪০) বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা হয়েছে। এ মামলায় আজ বুধবার তাঁকে গ্রেফতার দেখিয়ে নীলফামারী জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে ঘটনার প্রায় ৯ ঘন্টা পর মঙ্গলবার বিকেলে পুলিশী তৎপরতায় আত্মগোপনে থাকা ট্রাক চালক আক্কাছ আলীকে কামারপুকুর বাজার থেকে আটক করা হয়। সে পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিবকামারি এলাকার মৃত আশরাফুল ইসলামের পুত্র। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে নীলফামারীর সৈয়দপুরের নিয়ামতপুর এলাকার বাইপাস মহাসড়কের ইউনিক অটো রাইস মিলের সামনে সড়কের পাশে ট্রাক্টরে বালু লোড করার সময় চালক ফারুক হোসেনকে (৪৫) চাপা দেয় পাবনার ইশ্বরদি থেকে ছেড়ে আসা একটি ট্রাক ( নং- চুয়াডাঙ্গা-ট-১১-০৬৫৩)। এতে তার বাম হাতের কব্জির অংশ বিচ্ছিন্ন হয়। এসময় লোকজন তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাঁকে রংপুরে রেফার্ড করেন। পরে তাঁকে রংপুর নিয়ে যাওয়ার পথে মারা যায় সে। এদিকে এ ঘটনার পর ট্রাক চালক আক্কাছ আলী কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজনের পরামর্শে আত্মগোপনে থেকে মৃতের পরিবারের সদস্যদের সাথে আপোষ রফার চেস্টা চালায়। এরই মধ্যে থানা পুলিশ কামার পুকুরে গিয়ে তারা জানতে পারেন ওই চালক আত্মগোপন করে কামারপুকুর এলাকাতেই রয়েছেন। এ সংবাদে পুলিশ কঠোর অবস্থানে গেলে ঘটনার ৯ ঘন্টা পর বেড়িয়ে আসে সে। পরে কামারপুকুর ইউনিয়নআবাজার থেলে তাঁকে আটক করে পুলিশ। এ ব্যাপারে মঙ্গলবার রাতে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সহকারি-উপ পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম বাদি হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় ট্রাক চালক আক্কাছ আলীকে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে অাদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে প্রেরণ করে। এটি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here