শাহজাদপুরে আন্তঃ ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

0
508
শাহজাদপুরে আন্তঃ ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
ছবিঃ রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

খবর৭১ঃ

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ গতকাল বিকাল ৪:৩০ উদ্বোধন হয়েছে। শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রফেসর আজাদ রহমান (শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান), সভাপতিত্ব করেন মোঃ নাজমুল হুসাইন খান (উপজেলা নির্বাহি অফিসার)। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ লিয়াকত (উপজেলা ভাইস চেয়ারম্যান), মোঃ নাসির উদ্দিন (দায়িত্বপ্রাপ্ত মেয়র শাহজাদপুর পৌরসভা), মোঃ আতাউর রহমান (অফিসার ইনচার্জ শাহজাদপুর থানা)। আরো উপস্থিত ছিলেন কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক মন্ত্রী, পৌর যুবলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম শাহু প্রমুখ। প্রথমদিন নরিনা ইউনিয়ন পরিষদ বালক ফুটবল একাদশ বনাম বেলতৈল ইউনিয়ন পরিষদ বালক ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। ১৩টি ইউনিয়নের মোট ২৬টি বালক দল ও বালিকা দল টুর্নামেন্টে অংশ নিবে। আগামী ১২ আগষ্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here