দেশের সব জাতীয় মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
461
দেশের সব জাতীয় মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর৭১ঃ দেশের সব জাতীয় মহাসড়কে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, টোল থেকে যে অর্থ পাওয়া যাবে, তা দিয়েই সারা বছর সড়কগুলোর রক্ষণাক্ষেণ ও মেরামতের ব্যয় নির্বাহ করা হবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারপ্রধান এ নির্দেশ দেনবলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেক সভায় ‘সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন’ প্রকল্প নিয়ে আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী ওই নির্দেশনা দেন। একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানান,প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে দেশের মহাসড়কগুলোকে টোল সিস্টেমের আওতায় আনতে হবে। টোল থেকে আদায়কৃত অর্থ একটা অ্যাকাউন্টে জমা রাখতে হবে। পরবর্তী সময়ে ওই অর্থ দিয়ে সংশ্লিষ্ট মহাসড়কগুলোর মেনটেইনেন্স ব্যয় নির্বাহ করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী আরও জানান, গুরুত্বপূর্ণ মহাসড়কে ভারি যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ‘এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র’ স্থাপন হওয়ার পর গাড়ির ওজন মাপার প্রক্রিয়া যেন কেউ ‘টেম্পারিং’ করতে না পারে সে জন্য ডিজিটাল ব্যবস্থা চালু করতে বলেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বর্তমানে দেশে বিভিন্ন সেতু ও ফ্লাইওভারে চলাচল করা যানবাহনের ওপর নির্ধারিত হারে টোল আদায় করা হলেও কোনো মহাসড়কে এ টোল নেয়া হয় না। মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রীর এ নির্দেশনায় এবার থেকে মহাসড়কগুলোও টোলের আওতায় আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here