বাংলাদেশের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু বাংলাদেশকে আমরা ভয় পাচ্ছি নাঃ আফগানিস্তান

0
678
বাংলাদেশের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু বাংলাদেশকে আমরা ভয় পাচ্ছি না
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

বিশ্বকাপের পরে নতুন কোচের অধীনে যাত্রা শুরু করছে আফগানিস্তানও। ফিল সিমন্সের জায়গায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে ইংল্যান্ডের অ্যান্ডি মোলেস রশিদ খানদের দায়িত্ব নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ সফল থাকা এই কোচ বাংলাদেশের বিপক্ষে নিজেদের আন্ডারডগ বলে উল্লেখ করেছেন। তবে সাকিবদের ভয় পাচ্ছেন না বলেও উল্লেখ করেছেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক হিসেবে কাজ করা অ্যান্ডি মোলেস বলেন, ‘শক্তির বিচারে বাংলাদেশ আমাদের ওপরে আছে। তাদের প্রতি আমাদের সম্মান আছে। কিন্তু বাংলাদেশকে আমরা ভয় পাচ্ছি না। ঘরের মাঠে বাংলাদেশ বেশ ক’বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলছে। বাংলাদেশে এসে অনেক বড় দলও বিপাকে পড়ে যায়। আমাদের দক্ষতার তাই বড় পরীক্ষা দিতে হবে এটা নিশ্চিত। তবে দল আত্মবিশ্বাস নিয়ে মনোযোগ দিয়ে খেলতে পারলে বিশেষ কিছু পাবো আশা করছি।’

বাংলাদেশ ঘরের মাঠে সর্বশেষ তিন টেস্টে জয় পেয়েছে বলেও উল্লেখ করেন আফগান কোচ। স্পিন আক্রমণে আফগানিস্তান শক্তিশালী হলেও বাংলাদেশকেই তারা এগিয়ে রাখছেন, ‘বাংলাদেশ দলের স্পিন আক্রমণ দেখে আমি মোটেও বিস্মিত নয়। ঘরের মাঠে শেষ সিরিজগুলোতেও তারা স্পিনার বেশি নিয়ে খেলেছে। এটাকে ঘরের মাঠের সুবিধা নেওয়া বলে। তারা বরং বেশি স্পিনার নিয়ে না খেললেই আমরা অবাক হবো। তবে আমাদের হাতেও ভালো স্পিন আক্রমণ আছে।’

বাংলাদেশের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু বাংলাদেশকে আমরা ভয় পাচ্ছি না
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ভরসা অফ স্পিনে। অধিনায়ক সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম বাঁ-হাতি অফ স্পিনার। অন্যদিকে মেহেদি মিরাজ এবং নাঈম হাসান ডানহাতি অফ স্পিনার। অন্যদিকে আফগানিস্তান লেগ স্পিনে শক্তিশালী। বাংলাদেশ দল আফগানদের বিপক্ষে তিন স্পিনার নিয়েই নামবে বলে মনে হচ্ছে। এখন দেখার বিষয় বাদ পড়েন কে। এছাড়া একজন পেসার নিয়েই হয়তো নামবে বাংলাদেশ দল। তাসকিন আহমেদ-আবু জায়েদ রাহীর মধ্যেই হয়তো হবে সেই লড়াই।

অন্যদিকে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে বাংলাদেশ ব্যাটসম্যানদের বড় পরীক্ষা নিতে পারেন। ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন চায়নাম্যান জাহির খানও। প্রস্তুতি ম্যাচে তার বাঁ-হাতের লেগ স্পিনের খেল দেখিয়েছেন তিনি। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট খেলতে মুখোমুখি হবে দু’দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here