খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে নিয়ন্ত্রণ হারানো বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (৪০) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নিয়ামতপুর বাসটার্মিনাল এলাকার বাইপাস সড়কের পাশে ইউনিক অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক কামারপুকুর ইউনিয়নের বাড়িবন ডাঙ্গাপাড়ার মৃত নজরুল ইসলামের পুত্র। নিহতের পরিবারের সদস্যরা জানায়, সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয় সে। ঘন্টা খানেক পর জানতে পারি ট্রাকের ধাক্কায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। এদিকে দুর্ঘটনা কবলিত এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রলি শ্রমিক ফারুক ওই সড়কের পাশে দাঁড় করানো ট্রলির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুত বেগে ছুটে আসা একটি ট্রাক (নং-চুয়াডাঙ্গা-ট- -১১-০৬৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক ফারুককে সজোড়ে ধাক্কা মারলে তার বাম হাত বিচ্ছিন্ন হয়। স্থানীয় লোকজন সাথে সাথে তাকে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। কিন্তু রংপুরে নেয়ার আগেই পথেই মারা যায় সে।
এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাড়ি গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের সাথে কথা হলে তিনি জানান, ৪ সন্তানের জনক নিহত শ্রমিক ফারুকের বাড়ি কামারপুকুরের বাড়িবন ডাঙ্গাপাড়া হলেও পরিবার পরিজন নিয়ে কামারপুকুরের আবাসনে বসবাস করতো। তিনি বলেন প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।