খবর৭১ঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে ভারত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কিংস্টোনে ২৫৭ রানে বড় জয় নিশ্চিত করেছেন বিরাট কোহলিরা। ব্যাটিং কিংবা বোলিং কোন বিভাগেই ভারতের সামনে ঘরের মাঠে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের পরে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম সিরিজ জয়ে ১২০ পয়েন্ট পেয়ে গেছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে।
কিংস্টোন সিরিজ জয়ের সঙ্গে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ভারতের নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড এখন তার। ভারতীয় অধিনায়ক ৪৮ টেস্টে দলের নেতৃত্ব দিয়ে ২৮ টেস্টে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। ভেঙেছেন টেস্ট ক্রিকেটকে বিদায় বলা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। এর আগে ধোনি ৬০ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ২৭ জয় পান। এছাড়া ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ৪৯ টেস্টে দলকে ২১ জয় এনে দেন।
প্রথম ইনিংসে ভারত ৪১৬ রান করে। হানুমা বিহারি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে জাসপ্রিত বুমরাহর তোপে ১১৭ রানে অলআউট হয়ে যায়। বুমরাহ হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেন। প্রথম ইনিংস থেকে ২৯৯ রানের লিড পায় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। জয়ের জন্য ৪৬৮ রানের লক্ষ্য পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে যায় ২১০ রানে।
উইন্ডিজের হয়ে শামারাহ ব্রুকসই কেবল ফিফটি পান। ৩টি করে উইকেট মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার। ভারত দ্বিতীয় টেস্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করেছে। তবে প্রথম টেস্টে ভারতের জয়ের নায়ক বোলাররা। ভারতীয় পেসারদের দেশের বাইরে পরীক্ষায় পড়তে হয়। কিন্তু বুমরাহ-শামী এবং ইশান্ত শর্মা জুটি দারুণ সফল। কোহলি তাই ধোনির রেকর্ড ভাঙায় দলের অবদান বড় করে দেখছেন। দল ভালো করেছে বলেই জিতেছে বলে ম্যাচ শেষে উল্লেখ করেন ভারতীয় অধিনায়ক।