কাশ্মীরে সংঘর্ষ, ৩ পাকিস্তানি সেনা নিহত

0
523
কাশ্মীরে সংঘর্ষ
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে। ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ৩ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানি সেনার ৪টি ঘাঁটি ভারতীয় সেনারা উড়িয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী বলছে, পুঞ্চে লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান ৷ কয়েকদিন ধরেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তানে ৷ পাকিস্তানি হামলার জবাব দিয়েছে ভারত।

সম্প্রতি নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মর্টার ছুঁড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা। এই ঘটনায় রবিবার একজন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে ।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারই জবাবে পুঞ্চে ভারতের এই প্রত্যাঘাত ৷ ভারতীয় সেনার গুলিতে ঝাঁঝরা হোল ৩ পাকসেনার দেহ ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here