খবর৭১ঃ
সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী আল মামুন বাবু (৪০) ও তার ভাই নয়নকে (৪২) প্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এ মানববন্ধন করেছেন তারা। গনেশপুর ইউনিয়নবাসী ও সতিহাট নাগরিক সমাজের ব্যানারে সোমবার (২রা সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী চলাকালীন এ মানববন্ধনে বক্তব্য দেন গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, প্রধান শিক্ষক লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ গনেশপুর ইউনিয়ন সভাপতি রাম চন্দ্র মন্ডল, ইউপি সদস্য সাহাদত হোসেন, আলেপ উদ্দিন মৃধা, সেকেন্দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, আল মামুন বাবু ও তার ভাই নয়ন মীরপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মীরপুর গ্রামের নির্জন এলাকায় একোয়ারভ‚ক্ত সম্পত্তি জবরদখল করে নির্মিত বসতবাড়িতে মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে বাবু। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর বাবুকে হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে বেরিয়ে এসে বাবু আরও বেপরোয়া হয়ে উঠে। অবিলম্বে মাদক ব্যবসায়ী বাবু ও তার ভাই নয়নকে গ্রেফতারের জোর দাবি জানান বক্তারা।